ক্রিয়েটিভ কমন্স হলো এমন একটি প্রতিষ্ঠান, যারা সৃজনশীল শিল্পকর্ম এবং মেধাভিত্তিক প্রকাশের ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকে। ক্রিয়েটিভ কমন্সের কপিরাইট লাইসেন্সগুলোর মাধ্যমে সহজেই ব্যবহারকারীরা তাঁদের কাজগুলো ছড়িয়ে দিতে পারেন। এতে নিজের কাজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দেওয়া যায়, অন্যদের ব্যবহার করতে দেওয়া যায়। এতে নতুন সৃষ্টিতে অন্যকেও উৎসাহিত করা যায়। ক্রিয়েটিভ কমন্স (সিসি) লাইসেন্সগুলো স্থানীয় কপিরাইট লাইসেন্সের বিকল্প নয় বরং দুটি লাইসেন্সই একই সঙ্গে ব্যবহার করা যায়।
গত ১৪ থেকে ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয়ে গেল ক্রিয়েটিভ কমনসের ‘গ্লোবাল সামিট ২০১৫’। দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছিল এই সম্মেলন। চার দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন ৫০০ অতিথি। ৮০টি দেশ থেকে ক্রিয়েটিভ কমন্সের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আকস্মিকভাবে যোগ দিয়েছিলেন ক্রিয়েটিভ কমন্সের প্রতিষ্ঠাতা লরেন্স লেসিগ। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্মেলনের প্রথম দিনটি ছিল ক্রিয়েটিভ কমন্সের প্রতিনিধিদের জন্য। এখন যেসব কার্যক্রম চলছে, সেগুলো কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে দিনভর আলোচনা চলে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল ও চলমান প্রকল্পগুলো দেখানো হয়।